জামালপুরে ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ক্রীড়াবিদ প্রয়াত আক্তারুজ্জামান আউয়ালের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই, শুক্রবার দুপুরে জামালপুর জেলা হ্যান্ডবল স্টেডিয়ামে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী মো. রফিকুল আলম, প্রয়াত আক্তারুজ্জামান আউয়ালের বাবা বদিউজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ক্রীড়াবিদ আক্তারাজ্জামান আউয়াল জীবনের বেশিরভাগ সময় খেলাধুলা নিয়েই ব্যয় করেছেন। খেলার উন্নয়নে ও ভাল মানের খোলেয়াড় তৈরিতে তিনি দিনরাত অক্লান্ত শ্রম দিয়েছেন। জেলার ক্রীড়াঙ্গণের জন্য তার অনবদ্য অবদান রয়েছে। জেলা হ্যান্ডবল স্টেডিয়ামটি আক্তারুজ্জামান আউয়ালের নামে নামকরণ করার দাবি জানান বক্তারা। পরে তার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
																			
																		
										
																আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম								 














