ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে পাঁচটি আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন যারা ‘যমুনা উপজেলা’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ৭১ এতিমখানায় দুম্বার মাংস বিতরণ মাদারগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা হল ৫ মেলান্দহে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ সরিষাবাড়ীতে অনুমোদনহীন ভবনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১ জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত

বকশীগঞ্জ : দীর্ঘ সাত বছর পর ফাইনালে লড়ে বাঁশকান্দা ফুটবল একাদশ ও কাউনিয়ারচর ফুটবল একাদশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকমুক্ত যুব সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। ২০১৮ সালে নিলাখিয়া ইউনিয়ন যুবদল নিলাখিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। কিন্তু ফাইনাল খেলায় বাধা দেন নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি পণ্ড হয়ে যায়। এতে হতাশ হয়ে পড়েন স্থানীয় যুবদল, বিএনপির নেতৃবৃন্দ। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পাল্টে যায় পরিবেশ পরিস্থিতি। সাত বছর আগে পণ্ড হওয়া ফাইনাল খেলা পুনরায় সম্পন্ন করতে উদ্যোগ নেয় নিলাখিয়া ইউনিয়ন যুবদল। পরে ১২ জুন, বৃহস্পতিবার বিকালে সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে ঘিরে ছিল বাড়তি আমেজ। বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মেতে উঠে। খেলায় বাঁশকান্দা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাউনিয়ারচর ফুটবল একাদশ। দীর্ঘ সাত বছর পর ফুটবল ম্যাচটি বিভিন্ন উপজেলার প্রায় ২০ হাজার মানুষ উপভোগ করেন।

বকশীগঞ্জ : ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী ও বিএনপিনেতা মোকাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার।

নিলাখিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক নূর ইসলাম তোতা, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পাঁচটি আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন যারা

বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকমুক্ত যুব সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। ২০১৮ সালে নিলাখিয়া ইউনিয়ন যুবদল নিলাখিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। কিন্তু ফাইনাল খেলায় বাধা দেন নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি পণ্ড হয়ে যায়। এতে হতাশ হয়ে পড়েন স্থানীয় যুবদল, বিএনপির নেতৃবৃন্দ। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পাল্টে যায় পরিবেশ পরিস্থিতি। সাত বছর আগে পণ্ড হওয়া ফাইনাল খেলা পুনরায় সম্পন্ন করতে উদ্যোগ নেয় নিলাখিয়া ইউনিয়ন যুবদল। পরে ১২ জুন, বৃহস্পতিবার বিকালে সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে ঘিরে ছিল বাড়তি আমেজ। বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মেতে উঠে। খেলায় বাঁশকান্দা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাউনিয়ারচর ফুটবল একাদশ। দীর্ঘ সাত বছর পর ফুটবল ম্যাচটি বিভিন্ন উপজেলার প্রায় ২০ হাজার মানুষ উপভোগ করেন।

বকশীগঞ্জ : ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী ও বিএনপিনেতা মোকাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার।

নিলাখিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক নূর ইসলাম তোতা, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।