ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে পাঁচটি আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন যারা ‘যমুনা উপজেলা’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ৭১ এতিমখানায় দুম্বার মাংস বিতরণ মাদারগঞ্জে আরও এক শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা হল ৫ মেলান্দহে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ সরিষাবাড়ীতে অনুমোদনহীন ভবনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার মাদারগঞ্জে ১৮ ঘণ্টা পর আরেক শিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪, নিখোঁজ ১ জামালপুরে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ষষ্ঠ ও শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন ম্যাচ জিতে নেয় যুবারা। পঞ্চম ম্যাচ হারলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ে বাংলাদেশের। সিরিজ জিততে হলে ষষ্ঠ ম্যাচ- জয় বা পরিত্যক্ত হবার সমীকরণ ছিল বাংলাদেশের সামনে।

৮ মে বৃহস্পতিবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেন সিরিজে দু’টি সেঞ্চুরি হাঁকানো ওপেনার জাওয়াদ আবরার।

দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল হাকিম। ৫টি চারে ৩১ রানে আউট হন কালাম। এরপর তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটিতে বাংলাদেশের ইনিংস মেরামত করেন আজিজুল ও রিজান হোসেন।

৩৭তম ওভারে নার্ভাস নাইন্টিতে আউট হন আজিজুল। ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৪ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

দলীয় ১৭৪ রানে আজিজুল ফেরার পর চতুর্থ উইকেটে রিজান ও এমডি আব্দুল্লাহ মিলে ১৪ রান যোগ করার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ঐ সময় ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করেছিল বাংলাদেশ।

এরপর বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। রিজান ৪৮ ও আব্দুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন।

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাংলাদেশের আবরার। ৬ ইনিংসে ২ সেঞ্চুরিতে ৩০২ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের আজিজুল। ৬ ইনিংসে হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি।

উইকেট তালিকাতেও সর্বোচ্চ শিকারী বাংলাদেশের পেসার আল ফাহাদ। ৫ ম্যাচের ৪ ইনিংসে ১২ উইকেট শিকার করেছেন ফাহাদ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পাঁচটি আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন যারা

শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আপডেট সময় ০৯:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ষষ্ঠ ও শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন ম্যাচ জিতে নেয় যুবারা। পঞ্চম ম্যাচ হারলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ে বাংলাদেশের। সিরিজ জিততে হলে ষষ্ঠ ম্যাচ- জয় বা পরিত্যক্ত হবার সমীকরণ ছিল বাংলাদেশের সামনে।

৮ মে বৃহস্পতিবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেন সিরিজে দু’টি সেঞ্চুরি হাঁকানো ওপেনার জাওয়াদ আবরার।

দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল হাকিম। ৫টি চারে ৩১ রানে আউট হন কালাম। এরপর তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটিতে বাংলাদেশের ইনিংস মেরামত করেন আজিজুল ও রিজান হোসেন।

৩৭তম ওভারে নার্ভাস নাইন্টিতে আউট হন আজিজুল। ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৯৪ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

দলীয় ১৭৪ রানে আজিজুল ফেরার পর চতুর্থ উইকেটে রিজান ও এমডি আব্দুল্লাহ মিলে ১৪ রান যোগ করার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ঐ সময় ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করেছিল বাংলাদেশ।

এরপর বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। রিজান ৪৮ ও আব্দুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন।

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাংলাদেশের আবরার। ৬ ইনিংসে ২ সেঞ্চুরিতে ৩০২ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের আজিজুল। ৬ ইনিংসে হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি।

উইকেট তালিকাতেও সর্বোচ্চ শিকারী বাংলাদেশের পেসার আল ফাহাদ। ৫ ম্যাচের ৪ ইনিংসে ১২ উইকেট শিকার করেছেন ফাহাদ।