জামালপুর ডিবি-১ এর অভিযানে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানার অন্যতম প্রধান আসামি মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আব্দুল বাছেদকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।
আসামি আব্দুল বাছেদের বিরুদ্ধে মাদারগঞ্জ সমবায় সমিতির তহবিল বা সম্পদ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি মাদারগঞ্জের সুখনগরী গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
২৮ মার্চ শুক্রবার রাত পৌনে ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক আবাসিক ফ্ল্যাট প্রকল্পের কলাবতী ভবনের তার ভাড়াকৃত ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিআর আমলী আদালত, মাদারগঞ্জ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে। তার বিরুদ্ধে মাদারগঞ্জ সমবায় সমিতির তহবিল বা সদস্যদের জমা করা অর্থ অসদুপায়ে আত্মসাতের অভিযোগ রয়েছে।
জেলা পুলিশের বক্তব্য : সম্প্রতি মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন নামে সমবায় সমিতির নামে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলার আসামি গ্রেপ্তার ও টাকা ফিরে পাবার দাবিতে হাজারের উপরে ভুক্তভোগী জেলা প্রশাসক বরাবর মিছিলসহ এসে ফৌজদারি মোড় অবরোধ করেন। জেলা ও পুলিশ প্রশাসন ভুক্তভোগীদের আশ্বস্ত করেন যে দ্রুতই আসামি গ্রেপ্তার করা হবে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম এর নির্দেশনায় ওসি ডিবি-১ মো. নাজমুস সাকিবের সরাসরি তত্ত্বাবধানে এসআই আসাদুজ্জামান, এসআই আব্দুল্লাহ আল আজাদ, এসআই মো. আব্দুল মতিনের সমন্বিত ডিবি-১ এর চৌকশ আভিযানিক দল আসামি আব্দুল বাছেদকে গ্রেপ্তার করে।
আইনের শাসন নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। আব্দুল বাছেদকে গ্রেপ্তার অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির প্রতিফলন। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 

















