সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে একটি সুস্থ জীবনের সূচনা করে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে জামালপুরে এনাফ ক্যাম্পেইন ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের সহযোগিতায় ২৯ জানুয়ারি বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের সিভিল সার্জন ডা. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় তিনি বলেন, পুষ্টি ঘাটতি বা পুষ্টিহীনতার মারাত্মক পরিণতি সম্পর্কে তৃণমূল পর্যায়ের মানুষদের সচেতন করতে হবে। তাদের পুষ্টিজ্ঞান না থাকার কারণে পুষ্টিকর খাদ্য উৎপাদন করেও খায় না। জানে না, তাই মানে না।

তিনি আরও বলেন, সকল উন্নয়ন হতে হবে মেধার ভিত্তিতে। আর মেধা বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করা জরুরি।
তিনি পুষ্টিকর খাবার গ্রহণে গর্ভাবস্থায় পিতা, মাতা, শ্বশুর, শাশুড়ি, স্বামীকে পুষ্টিকর্মীদের মাধ্যমে কাউন্সিল করার পরামর্শ দেন। মনে রাখতে হবে মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশুর বিকাশের যাত্রা শুরু হয়। গৃহস্থালী কাজে নারীদের পাশাপাশি পুরুষদের ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম পিপিএম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি লিড তানজিমুল ইসলাম, জামালপুর কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, পুষ্টিবিদ জাহিদা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের পুষ্টি প্রকল্পের ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাব্বির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
আলোচনা সভা শেষে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় ও শরিফপুর উচ্চবিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় শহরের ফৌজদারি মোড়ে বেলুন উড়িয়ে এনাফ ক্যাম্পেইন ও নিউট্রিশন অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। পরে শোভাযাত্রা বের হয়।
উল্লেখ, এসডিজি লক্ষ্যমাত্রা ২ অর্জনে গ্লোবাল কার্যক্রম এনাফ ক্যাম্পেইন এবং বাংলাদেশ সরকার ঘোষিত তারুণ্যের উৎসব উপলক্ষে নিউট্রিশন অলিম্পিয়াড যথাযথভাবে পালন করা হয়।