‘প্লাস্টিক দিন, শাক-সবজি নিন’ এই শ্লোগানে জামালপুরে অভিনব উপায়ে অব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শীতকালীন শাক-সবজির বিনিময়ে এসব প্লাস্টিক বর্জ্য দিচ্ছে স্থানীয়রা।
২২ জানুয়ারি বুধবার দুপুরে জামালপুর পৌরসভার পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় চাইল্ড ফোরাম ও নগর উন্নয়ন কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
উন্নয়ন সংঘের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্সকর্তা সাব্বির হোসেন রিয়াদের সভাপতিত্বে উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, পাথালিয়া নগর উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাঈমা হামজা সিমি, উৎপাদক দলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, চাইল্ড ফোরামের সহ-সভাপতি রিমি আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশকে দূষিত করছে ও মাটির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস করছে। আবার এই প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ফেললেও বায়ূ দূষিত হয়। তাই পরিবেশকে সুন্দর রাখতে গৃহস্থালি ও অন্যান্য কাজে ব্যবহৃত প্লাস্টিকের জিনিস ব্যবহারের পর ফেলে না দিয়ে তা সংরক্ষণ করে পুনরায় ব্যবহার করা উচিত। তাই এসব ব্যবহার অনুপযোগী বা অতিরিক্ত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে তা বিক্রি করার উদ্যোগ নিয়েছে চাইল্ড ফোরাম।
প্রত্যেক পরিবারকে প্লাস্টিক বর্জ্য দিয়ে দিতে উৎসাহিত করতে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে প্রতীকী হিসেবে শীতকালীন বিভিন্ন শাক-সবজি দেওয়া হচ্ছে। সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য বিক্রি করে আর্থিক তহবিল গঠন করা হবে। জমাকৃত অর্থ ভবিষ্যতে শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
পরে প্রায় অর্ধশত পরিবারের সদস্যরা বেগুন, শীম, ফুলকপি, কাঁচা মরিচ, মিষ্টি লাউসহ বিভিন্ন শাক-সবজির বদলে প্লাস্টিক বর্জ্য দিয়ে দেন। এছাড়াও শিশুদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জীবাণুনাশক, তুলা ও সাবান দেওয়া হয়। এভাবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আসমাউল আসিফ, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 









