জামালপুরের ইসলামপুর উপজেলায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংস্থা নামের ভুয়া এনজিও’র মুখোশধারী ছয়জন নারী কর্মীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। ১৩ নভেম্বর বুধবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার নারীরা হলেন- মেলান্দহের চাকদহ চরপাড়া ময়দান প্রামাণিকের মেয়ে সাদিয়া (১৮), একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম (২৫), শফিকুল ইসলামের স্ত্রী রনিকা আক্তার (২৫), আবু সাইদের স্ত্রী বৃষ্টি আক্তার (২০), লেবু মিয়ার স্ত্রী লাইলী বেগম (৩৫) ও মাইরদ্দিনের স্ত্রী বানেছা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নারীরা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংস্থা নামে ভুয়া এনজিও’র সদস্য সংগ্রহ করতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় তারা সদস্যদের এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার লোভ দেখান। বিষয়টি সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে তাদেরকে আটক করে রাখে এলাকাবাসী। খবর পেয়ে ইসলামপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছয় নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, গ্রেপ্তার নারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকারকে বেকায়দায় ফেলতে আগামী ২৫ নভেম্বর শাহাবাগে অবস্থান কর্মসূচি রয়েছে। এ নিয়ে তারা গোপনে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 
















