জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে যমুনার দুর্গম চর কাজলার টগারচর গ্রামে অসামাজিক যাত্রা ও জুয়ার আসরের প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহর নেতৃত্বে ১৩ নভেম্বর বুধবার বিকালে পুলিশ ও ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়।
জানা যায়, ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা গ্রামের টগারচরে ওই ইউনিয়নেরই লুৎফর কাজীর ছেলে শহিদুল (৪০) ও কাজীর বাজার এলাকার মক্করসহ স্থানীয় একটি চক্র দু’দিন ধরে অসামাজিক কার্যকলাপ, অশ্লীল যাত্রাপালা ও জুয়া খেলে আসছিল।
প্রতিরাতে যাত্রাপালার নামে অশ্লীল নাচ, গান ও জুয়ার আয়োজন হওয়ায় এলাকার যুবসমাজ নষ্টসহ এলাকায় মাদক কারবারি, চুরি, ডাকাতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে সচেতন এলাকাবাসীর অভিযোগ উঠে। তারা এসব কার্যকলাপ বন্ধে গণমাধ্যমকর্মী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

১৩ নভেম্বর বুধবার বিকেলে ওই এলাকায় থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক অশ্লীল যাত্রা ও জুয়ার আসরের প্যান্ডেল পুড়িয়ে দেন ওসি সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ এ প্রতিবেদককে বলেন, আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গম চর এলাকার যমুনা নদীর মধ্যবর্তী স্থানে টগারচর এলাকায় নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 
















