ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা রিডার্স ক্লাবের নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত নকলায় চরাঞ্চলের কৃষকেরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে স্বাবলম্বী মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি পেশ শেরপুরে ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন শেরপুরে সালমান শাহ্ হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শেরপুরে তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাবার উত্তরসূরীরা সরিষাবাড়ী হাসপাতালে অগ্নিকাণ্ড , ডাক্তারের দূরদর্শিতায় প্রাণে বাঁচল প্রসূতি, নবজাতক

ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা মামলার অন্যতম আসামি ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ১০ নভেম্বর রবিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

জানা গেছে, ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামের বাড়ি জামালপুর পৌর এলাকার বেলটিয়া এলাকায়। ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুল মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। ছাত্রদের উপর গুলি চালানো হলে অনেকেই আহত হন এবং আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় ১ নভেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে মো. শফিকুল ইসলামসহ ১০ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

১০ নভেম্বর রবিবার রাতে জামালপুর সদর থানা পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

পরদিন ১১ নভেম্বর সোমবার দুপুরে তাকে জামালপুরের চিফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আদালতের আদেশে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

এছাড়াও ৫ আগস্টের পর দেশের অভ্যন্তরে ও বিদেশে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে।

পতিত আওয়ামী লীগ সরকররের আমলে গত ১৭ বছরে একজন ব্যবসায়ী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে সুবিধা আদায়সহ বিভিন্নভাবে শতশত কোটি টাকা কামিয়েছেন এবং ওই অর্থ তার ব্যবসায় বিনিয়োগ করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক বাংলারচিঠিডটকমকে বলেন, আসামি মো. শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে ১১ নভেম্বর সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা

ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা মামলার অন্যতম আসামি ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ১০ নভেম্বর রবিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

জানা গেছে, ঢাকাস্থ জামালপুর সমিতির অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামের বাড়ি জামালপুর পৌর এলাকার বেলটিয়া এলাকায়। ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুল মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। ছাত্রদের উপর গুলি চালানো হলে অনেকেই আহত হন এবং আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় ১ নভেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে মো. শফিকুল ইসলামসহ ১০ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

১০ নভেম্বর রবিবার রাতে জামালপুর সদর থানা পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

পরদিন ১১ নভেম্বর সোমবার দুপুরে তাকে জামালপুরের চিফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আদালতের আদেশে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

এছাড়াও ৫ আগস্টের পর দেশের অভ্যন্তরে ও বিদেশে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে।

পতিত আওয়ামী লীগ সরকররের আমলে গত ১৭ বছরে একজন ব্যবসায়ী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে সুবিধা আদায়সহ বিভিন্নভাবে শতশত কোটি টাকা কামিয়েছেন এবং ওই অর্থ তার ব্যবসায় বিনিয়োগ করেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক বাংলারচিঠিডটকমকে বলেন, আসামি মো. শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে ১১ নভেম্বর সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।