ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা রিডার্স ক্লাবের নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত নকলায় চরাঞ্চলের কৃষকেরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে স্বাবলম্বী মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি পেশ শেরপুরে ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন শেরপুরে সালমান শাহ্ হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শেরপুরে তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাবার উত্তরসূরীরা সরিষাবাড়ী হাসপাতালে অগ্নিকাণ্ড , ডাক্তারের দূরদর্শিতায় প্রাণে বাঁচল প্রসূতি, নবজাতক

দেওয়ানগঞ্জে অটো চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, অটো উদ্ধার

গ্রেপ্তার অটো চোর চক্রের দুই সদস্য। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে অটো চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই দুই চোর যাত্রী সেজে অটোতে উঠে অটো ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে খবর দেয়। মামলা দায়েরের পর ৩০ সেপ্টেম্বর সোমবর তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার দিকে বকশীগঞ্জ উপজেলার কলকিহারা গ্রামের মৃত জহর উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫০) এবং শাহ আলমের ছেলে মোহাম্মদ শহীজল (৫৫) ইসলামপুর থেকে একটি অটো রিজার্ভ করে নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের দিকে আসেন। তারা দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা এলাকার তিলকপুর নামক স্থানে এসে অটো চালক মনজুরুল হককে ৪০ টাকা করে ভাড়া দেন। কিন্তু চালক ১২০ টাকা দাবি করলে ওই দুজন অটো চালককে মারধর করে অটো ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অটো চালকের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে চোর চক্রের দুজনকে ধরে ফেলে এবং সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অটো উদ্ধার করে ও সেই দুই অটো চোরকে আটক করে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরের দিকে তাদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুল্লাহ এ প্রতিবেদককে বলেন, দুই আসামিকে আদালতে নেয়া হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠান। এই চক্রের বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, অটো চুরির দায়ে দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। অটো চুরি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা

দেওয়ানগঞ্জে অটো চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, অটো উদ্ধার

আপডেট সময় ০৮:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

জামালপুরের দেওয়ানগঞ্জে অটো চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই দুই চোর যাত্রী সেজে অটোতে উঠে অটো ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে খবর দেয়। মামলা দায়েরের পর ৩০ সেপ্টেম্বর সোমবর তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার দিকে বকশীগঞ্জ উপজেলার কলকিহারা গ্রামের মৃত জহর উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫০) এবং শাহ আলমের ছেলে মোহাম্মদ শহীজল (৫৫) ইসলামপুর থেকে একটি অটো রিজার্ভ করে নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের দিকে আসেন। তারা দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা এলাকার তিলকপুর নামক স্থানে এসে অটো চালক মনজুরুল হককে ৪০ টাকা করে ভাড়া দেন। কিন্তু চালক ১২০ টাকা দাবি করলে ওই দুজন অটো চালককে মারধর করে অটো ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অটো চালকের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে চোর চক্রের দুজনকে ধরে ফেলে এবং সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অটো উদ্ধার করে ও সেই দুই অটো চোরকে আটক করে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরের দিকে তাদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুল্লাহ এ প্রতিবেদককে বলেন, দুই আসামিকে আদালতে নেয়া হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠান। এই চক্রের বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, অটো চুরির দায়ে দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। অটো চুরি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।