জামালপুরের দেওয়ানগঞ্জে অটো চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই দুই চোর যাত্রী সেজে অটোতে উঠে অটো ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে খবর দেয়। মামলা দায়েরের পর ৩০ সেপ্টেম্বর সোমবর তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার দিকে বকশীগঞ্জ উপজেলার কলকিহারা গ্রামের মৃত জহর উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫০) এবং শাহ আলমের ছেলে মোহাম্মদ শহীজল (৫৫) ইসলামপুর থেকে একটি অটো রিজার্ভ করে নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের দিকে আসেন। তারা দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা এলাকার তিলকপুর নামক স্থানে এসে অটো চালক মনজুরুল হককে ৪০ টাকা করে ভাড়া দেন। কিন্তু চালক ১২০ টাকা দাবি করলে ওই দুজন অটো চালককে মারধর করে অটো ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অটো চালকের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে চোর চক্রের দুজনকে ধরে ফেলে এবং সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অটো উদ্ধার করে ও সেই দুই অটো চোরকে আটক করে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরের দিকে তাদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুল্লাহ এ প্রতিবেদককে বলেন, দুই আসামিকে আদালতে নেয়া হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠান। এই চক্রের বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, অটো চুরির দায়ে দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। অটো চুরি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
তারেক মাহমুদ : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 
















