জামালপুরের মেলান্দহে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, দক্ষিণ ঘোষেরপাড়া দাখিল মাদরাসার সুপার সেলিম উদ্দিন, এস এম মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা স্তরে মাত্র শতকরা ৩ ভাগ স্কুল সরকারি আর ৯৭ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি। একই কারিকুলামে পাঠদান করা হয়। এই বিশাল বৈষম্য রেখে কাঙ্ক্ষিত শিক্ষা প্রদান সম্ভব নয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
তারা আরও বলেন, শিক্ষকদের বাসাভাড়া এক হাজার আর চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। অথচ তুলনামূলকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল অনেক ভালো।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার কাছে এই বৈষম্য নিরসনের দাবি জানান আন্দোলনরত শিক্ষকগণ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভুইয়া, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, তারাকান্দী আলিম মাদরাসার সুপার আব্দুল আজিজ, নলছিয়া বানাবাধা দাখিল মাদরাসার সুপার শামছুল আলমসহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ মানববন্ধনে অংশ নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মুত্তাছিম বিল্লাহ : নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম 
















