ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা রিডার্স ক্লাবের নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত নকলায় চরাঞ্চলের কৃষকেরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে স্বাবলম্বী মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি পেশ শেরপুরে ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন শেরপুরে সালমান শাহ্ হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শেরপুরে তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাবার উত্তরসূরীরা

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযান : বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার দুই কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৮ সেপ্টেম্বর রবিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রামের গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন (২১) ও একই উপজেলার ফাকরাবাদ গ্রামের মৃত আদম আলীর ছেলে মো. আমির হোসেন (২৫)।

র‌্যাব জানায়, জামালপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। এ সময় তারা জানতে পারেন দু’জন মাদক কারবারি আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ বিক্রির জন্য ব্যাটারিচালিত ইজিবাইকযোগে শেরপুর জেলা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়ায় মাস্টার এপ্রিল বনোয়ারী ও প্রমোদ রেখা স্মৃতি পাঠাগারের সামনে ঝিনাইগাতী-ফাকরাবাদ পাকা রাস্তার পূর্ব পাশে চেকপোস্টে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি মো. জামাল উদ্দিন ও মো. আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই মাদককারবারির দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা দুটি বস্তার ভেতরে ৮০ বোতল বিদেশি মদ, চাবিসহ একটি ব্যাটারিচালিত ইজিবাইক, সিমসহ একটি বাটন ফোন সেট জব্দ করা হয়।

উদ্ধার করা ৮০ বোতল বিদেশি মদ। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আমদানিনিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে দুই আসামি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গী ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডে বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযান : বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
গ্রেপ্তার দুই কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ দু’জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৮ সেপ্টেম্বর রবিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রামের গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন (২১) ও একই উপজেলার ফাকরাবাদ গ্রামের মৃত আদম আলীর ছেলে মো. আমির হোসেন (২৫)।

র‌্যাব জানায়, জামালপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা হাসপাতালের সামনে অবস্থান করছিলেন। এ সময় তারা জানতে পারেন দু’জন মাদক কারবারি আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ বিক্রির জন্য ব্যাটারিচালিত ইজিবাইকযোগে শেরপুর জেলা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়ায় মাস্টার এপ্রিল বনোয়ারী ও প্রমোদ রেখা স্মৃতি পাঠাগারের সামনে ঝিনাইগাতী-ফাকরাবাদ পাকা রাস্তার পূর্ব পাশে চেকপোস্টে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি মো. জামাল উদ্দিন ও মো. আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই মাদককারবারির দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা দুটি বস্তার ভেতরে ৮০ বোতল বিদেশি মদ, চাবিসহ একটি ব্যাটারিচালিত ইজিবাইক, সিমসহ একটি বাটন ফোন সেট জব্দ করা হয়।

উদ্ধার করা ৮০ বোতল বিদেশি মদ। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আমদানিনিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে দুই আসামি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গী ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডে বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।