
নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোছা. রেহেনা বিবি (৪২) নামে একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। ১ সেপ্টেম্বর রবিবার উপজেলার দক্ষিণ জামতলা বিল্লালের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোছা. রেহেনা বিবি বগুড়ার দুপচাচিয়া উপজেলার দুপচাচিয়া মন্ডলপাড়ার মৃত মহসীন আলী মন্ডলের মেয়ে। তার স্বামীর নাম আব্দুর রহিম।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, একজন নারী মাদক কারবারি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে গাড়িতে করে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ জামতলা বিল্লালের মোড়ে অবস্থান করছে, এমন একটি সংবাদ পায় র্যাব। সংবাদ পেয়ে র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযানে বের হয়। র্যাব সেই এলাকায় ডাক্তার মেডিকেল হল নামে ফার্মেসির সামনে রাস্তা থেকে কাপড়ের ব্যাগে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোছা. রেহেনা বিবিকে গ্রেপ্তার করে। এছাড়া তল্লাশি করে আসামির ভ্যানেটি ব্যাগে থাকা সিমসহ দুটি মোবাইল সেট উদ্ধারের পর জব্দ করা হয়। উদ্ধার ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ টাকা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়েরের পর আসামি হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গী ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাংলার চিঠি ডেস্ক : 

















