
শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলায় ২৬ জুন বুধবার অনুষ্ঠিতব্য পৌরসভার সাধারণ আসনের এক ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে জেলা পুলিশের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৫জুন মঙ্গলবার সকালে নকলা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে আয়োজিত নির্বাচনি ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।
সদর সার্কেল সাইদুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেন, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে ভোট প্রদানে বাধা প্রদান বা প্রভাব খাটানোসহ কেউ নাশকতার পরিকল্পনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশনাসহ কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরণ করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করেন।
এসময় নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাসেম মিয়া বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নকলা পৌরসভার ১ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার আলম মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। এই ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ হাজার ৯৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪৭ ও নারী ভোটার ৯৯৭ জন। এক জন প্রিজাইডিং, ৬ জন সহকারি প্রিজাইডিং ও ১২ জন পোলিং অফিসার। মাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোট অনুষ্ঠিত হবে।
বাংলার চিঠি ডেস্ক : 
















