
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার এই বাজেট ঘোষণা করা হয়।
জানা গেছে, হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বাজেট ঘোষণা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুদ মিয়া, জাহাঙ্গীর আলম, আক্রাম হোসেন,আশরাফ হোসেন, শহিদুর রহমান মুক্তি, ছইফুল বেগম, লাকী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ২ কোটি ৬৮ হাজার ৬০০ টাকা আয় এবং ২ কোটি ৪৮ হাজার ৬০০ টাকা ব্যয় ও ২০ হাজার টাকা উদ্বৃত্ত ধরে বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বাজেট সভায় মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, এনজিও কর্মী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।