
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, পাররামরামপুর ও ডাংধরা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ মে বুধবার পৃথক সময়ে এই তিনটি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়।
জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান শাজাহান মিয়া। বাজেট ঘোষণা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মোহাম্মদ আনছার আলী। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিনা বেগম, সাজেদা খাতুন, আবু সাইদ, আজাদুল হক, আনোয়ার হোসেন, হাসমত আলী, ইমানুল হক প্রমুখ।অনুষ্ঠানে ৪ কোটি ৮ লাখ ৮ হাজার ৬০০ টাকা আয় এবং ব্যয় ৪ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা ব্যয় ও ২০ হাজার টাকা উদ্বৃত্ত ধরে বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান শাজাহান মিয়া।

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. সেলিম মিয়া। বাজেট ঘোষণা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব আনোয়ার ইসলাম।এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইউপি সদস্য আমেজ আলী, আলমাছ হোসেন, ওমর ফারুক, আনাম মিয়া, বাদশা মিয়া, কোহিনুর বেগম, আজেদা বেগম ও নিপা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ২ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকা আয় এবং ২ কোটি ২৬ লাখ ৮২ হাজার টাকা ব্যয় ও ৪৮ হাজার টাকা উদ্বৃত্ত ধরে বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

ডাংধরা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আজিজুর রহমান। বাজেট ঘোষণা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব আনোয়ারুল হক। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজমা বেগম, সুফিয়া বেগম, আমেনা বেগম, ফরিদুল ইসলাম, আব্দুস ছালাম, আব্দুল বারেক, আনিসুর রহমান প্রমুখ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪ কোটি ৪ লাখ ১৯ হাজার টাকা আয় এবং ৪ কোটি ১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় ও ২ লাখ ৭৫ হাজার টাকা উদ্বৃত্ত ধরে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ।
বাংলার চিঠি ডেস্ক : 
















