দেওয়ানগঞ্জে বাজার মনিটরিং সভা

দেওয়ানগঞ্জে বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ১৪ মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীব সাত্তি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

সভায় পৌর বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীদের প্রতি পণ্য মজুদ না করা, সরকারি নীতিমালা অনুযায়ী এবং ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ভেজাল বা মানহীন পণ্য বিক্রি না করা এবং ক্রেতারা যেন প্রতি গুজবে কান না দেয়, একেবারে বা একসাথে অধিক এবং প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করাসহ ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন এবং সবাইকে ধর্মীয় মূল্যবোধ ও নীতি নৈতিকতার মধ্যে থাকার আহ্বান জানানো হয়।