মাদারগঞ্জে দুটি সমবায় সমিতিতে ডিবির অভিযান, ৬ জন আটক

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

হাজার হাজার কোটি টাকা লুপাটের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারের কয়েকটি সমবায় সমিতি কার্যালয়ে ডিবি পুলিশ হানা দিয়ে দুটি সমিতি থেকে ৬ কর্মকর্তা ও কর্মচারীকে আটক করেছে।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ ১৩ মার্চ সকালে শতদল সমবায় বহুমুখি সমিতি ও নবদ্বীপ বহুমূখি সমবায় সমিতিতে হানা দিয়ে শতদল সমবায় সমিতি থেকে ম্যানেজার কাম পরিচালক বাদল খোন্দকার (৪৫), শিমুল হোসেন (৪৭), নাজমুল হোসেন (৪০) এবং নবদ্বীপ সমবায় সমিতি থেকে কর্মকর্তা ওয়াসীম আকরাম (৪৫), খন্দকার শ্যামল (৪০) ও রাসেল মিয়াকে আটক করে।

ডিবি ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, ১৩ মার্চ সকালে ওই সমবায় সমিতিগুলোতে হানা দিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মীর মোস্তাফিজুর রহমান ও নবদ্বীপের চেয়ারম্যান হযরত আলীর সাথে যোগযোগ করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির নামে কয়েকটি সমিতির গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে লাপাত্তা হয়েছে।