ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা রিডার্স ক্লাবের নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত নকলায় চরাঞ্চলের কৃষকেরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে স্বাবলম্বী মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে স্মারকলিপি পেশ শেরপুরে ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন শেরপুরে সালমান শাহ্ হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শেরপুরে তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাবার উত্তরসূরীরা সরিষাবাড়ী হাসপাতালে অগ্নিকাণ্ড , ডাক্তারের দূরদর্শিতায় প্রাণে বাঁচল প্রসূতি, নবজাতক

তৃতীয় লিঙ্গের কল্যাণে পুলিশ সবসময় পাশে আছে : জামালপুর সদর থানার ওসি

সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর উন্নয়নে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৭ মার্চ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়ন ও কল্যাণে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে আছে। তবে অনেকেই কৃত্তিম সাজ নিয়ে হিজড়া রূপ ধারণ করে এটাকে পেশা হিসেবে নিয়েছে। এরাই মানুষের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। প্রকৃত হিজড়ারা কখনো উদ্ভট আচরণ করতে পারে না। বিএসআরএম, উন্নয়ন সংঘ যেমন কাজ করছে তেমনি সরকার সারাদেশে এদের উন্নয়নে নানমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে মুখ্য আলোচক ছিলেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি: বাংলারচিঠিডটকম

সদর থানার নারী, শিশু, প্রতিবন্ধী কক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআই-২) শফিকুল ইসলাম, সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এসডিএইচি প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার। সভায় পুলিশ সদস্য, তৃতীয় লীঙ্গের প্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

জানা যায়, দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় জামালপুরে ২৬০ জন হিজড়া সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মতবিনিময় সভা সূত্রে জানা যায়, বৃত্তিমূলক প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরা, প্রতিটি প্রকল্প অংশগ্রহণকারীদের জন্য পারিবারিক উন্নয়ন পরিকল্পনা এবং ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করা, পারিবারিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইতিমধ্যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে ১৫০ জনকে বিনাসুদে বিভিন্ন ট্রেডে ঋণ দেওয়া হয়েছে। তারা যথাযথ কাজে টাকা বিনিয়োগ করে সফলতা পথে অগ্রসর হচ্ছে বলে আয়োজক সংস্থা জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা

তৃতীয় লিঙ্গের কল্যাণে পুলিশ সবসময় পাশে আছে : জামালপুর সদর থানার ওসি

আপডেট সময় ০৬:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর উন্নয়নে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৭ মার্চ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়ন ও কল্যাণে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে আছে। তবে অনেকেই কৃত্তিম সাজ নিয়ে হিজড়া রূপ ধারণ করে এটাকে পেশা হিসেবে নিয়েছে। এরাই মানুষের বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। প্রকৃত হিজড়ারা কখনো উদ্ভট আচরণ করতে পারে না। বিএসআরএম, উন্নয়ন সংঘ যেমন কাজ করছে তেমনি সরকার সারাদেশে এদের উন্নয়নে নানমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে মুখ্য আলোচক ছিলেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি: বাংলারচিঠিডটকম

সদর থানার নারী, শিশু, প্রতিবন্ধী কক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআই-২) শফিকুল ইসলাম, সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এসডিএইচি প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার। সভায় পুলিশ সদস্য, তৃতীয় লীঙ্গের প্রতিনিধিসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

জানা যায়, দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় জামালপুরে ২৬০ জন হিজড়া সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মতবিনিময় সভা সূত্রে জানা যায়, বৃত্তিমূলক প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরা, প্রতিটি প্রকল্প অংশগ্রহণকারীদের জন্য পারিবারিক উন্নয়ন পরিকল্পনা এবং ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করা, পারিবারিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইতিমধ্যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে ১৫০ জনকে বিনাসুদে বিভিন্ন ট্রেডে ঋণ দেওয়া হয়েছে। তারা যথাযথ কাজে টাকা বিনিয়োগ করে সফলতা পথে অগ্রসর হচ্ছে বলে আয়োজক সংস্থা জানায়।