প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : কালেক্টরেট স্কুল ২১২, জামালপুর জিলা স্কুল ১০১ রান

বিজয়ী জামালপুর কালেক্টরেট স্কুল ক্রিকেট দল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৬ মার্চের ম্যাচে জামালপুর জিলা স্কুল দলকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জামালপুর কালেক্টরেট স্কুল দল।

বিসিবির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জিলা স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার চারটি স্কুল দল এতে অংশ নিচ্ছে।

ম্যাচের টসে জিতে জামালপুর কালেক্টরেট স্কুল দলের অধিনায়ক সৈকত প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ৩৮.২ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ২১২ রান। (শাহাদি ৬৪, ইমরান ৬২, সজিব ১১; জিম ৩/২৫, উৎস ৩/২৫, আলভি ২/৩২, নওশ ১/১১, আনান ১/২৩, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৪৫ রান)।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক উৎসর জামালপুর জিলা স্কুলের ব্যাটাররা। ২৫.৫ ওভারের সময় ১০১ রানে অল আউট হয়। ফলে ১১১ রানের বিশাল ব্যাবধানে ম্যাচ জিতেছে জামালপুর কালেক্টরেট স্কুল দল। (আবির ২৬, নাইম ২২, উৎস ১০, সৈকত ২/২১, রোহান ২/৯, সিমান্ত ২/২৪, সোবাহান ২/১৪, নাইম ১/১৬, হাসিম ১/১৮, বোলাররা অতিরিক্ত দিয়েছে ২৩ রান)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী জামালপুর কালেক্টরেট স্কুল দলের শাহাদি। ম্যাচ আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ফুয়াদ হাসান ও সৌম্য দ্বীপ বসু।