৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : সাতক্ষীরায় জামালপুরকে ৩ রানে হারিয়েছে সিলেট

জামালপুর বনাম সিলেট জেলা ক্রিকেট দলের খেলা। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সাতক্ষীরা স্টেডিয়াম ভেন্যুতে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জামালপুর জেলা দলকে ৩ রানে হারিয়েছে সিলেট জেলা ক্রিকেট দল। ৩ মার্চ এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা স্টেডিয়ামে ৩ মার্চ উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট জেলা দলের অধিনায়ক মাহবুব হাসান। তারা ৪৪ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৩ রান। (মাজহারুল হক ৪৩, তোফায়েল আহমেদ ২৪, আশরাফুল হাসান ১৯, কামরুল ইসলাম ১৫, আহমেদ সাদিকুর ১২*; মাহাথির মোহাম্মদ প্রত্যয় ৫/২৮, আরিফুল ইসলাম জনি ২/২৮, কায়কোবাদ মিহাল ২/২২, ইমরান ফাহাদ আনন্দ ১/১১, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৯ রান।)

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আরিফুল ইসলাম জনির জামালপুর জেলা দল। প্রথম ইনিংসের ২৮ রান খরচায় ৫ উইকেট শিকারি জামালপুরের মাহাথির মোহাম্মদ প্রত্যয়ের বিধ্বংসী বোলিং তান্ডবের জবাব দিয়েছে সিলেটের বোলাররাও। নিজ দলকে জেতানোর জন্য ব্যাট হাতেও জামালপুরের মাহাথির মোহাম্মদ প্রত্যয়ের প্রচেষ্টার কমতি ছিলনা। মাহাথির মোহাম্মদ প্রত্যয় করেছে সর্বোচ্চ ৪৯ রান। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার টিকে থাকলেও মাত্র ৩ রানে হেরেছে জামালপুর জেলা দল। তারা সব উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩০ রান। (মাহাথির মোহাম্মদ প্রত্যয় ৪৯, আরিফুল ইসলাম জনি ১৫, আব্দুল মমিন ১৪, কায়কোবাদ মিহাল ১২; মাহবুব হাসান ৪/২৩, সফর আলী ২/৩১, কামরুল ইসলাম ২/১৫, রাহাতুল ফেরদৌস ১/২০, আহমেদ সাদিকুর ১/৩৫, বোলাররা অতিরিক্ত দিয়েছে ১৬ রান।)

ম্যাচসেরা হয়েছেন জামালপুর জেলা দলের অলরাউন্ডার মাহাথির মোহাম্মদ প্রত্যয়। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহিনুর রশিদ শামীম ও রবিউল ইসলাম শিবলু।

জামালপুর জেলা ক্রিকেট দলের কোচ সাব্বির হোসেন শ্যামল এই প্রতিবেদককে জানান, এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী সাতক্ষীরা ভেন্যুতে ৭ মার্চ পটুয়াখালী এবং ১০ মার্চ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলের সাথে আরও দুটি ম্যাচ খেলবে জামালপুর জেলা ক্রিকেট দল।