বকশীগঞ্জে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের সিওয়াইসিসি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউএনও অহনা জিন্নাত।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ‘চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ফর চেঞ্জ (সিওয়াইসিসি) প্রকল্পের’ অবহিতকরণ সভা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগারে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।

মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পটির সম্পর্কে তথ্য উপস্থাপন করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বাদল নং মিন।

প্রকল্পের প্রোগ্রাম অফিসার অনন্যা চিসিসের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও।

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, শিশু প্রতিনিধি শুকরিয়া, যুব প্রতিনিধি পূজা ডাংগো।

বকশীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে শিশু, তরুণ এবং তাদের পরিবারের জীবিকা নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা, জৈব কৃষি উৎপাদনে দক্ষতা বাড়ানো নিয়ে কাজ করবে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিরা।