মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ১২১ রানে ম্যাচ জয় ফায়ার অব সোনারগাঁওয়ের

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন ফায়ার অব সোনারগাঁওয়ের অধিনায়ক মাহির।ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ১৯ ডিসেম্বর ৩৩ নম্বর ম্যাচে অংশ নেয় ফায়ার অব সোনারগাঁও ও চিটাগং পোর্ট পাইরেটস। ফায়ার অব সোনারগাঁও ১২১ রানে ম্যাচ জিতেছে।

টসে জিতে ফায়ার অব সোনারগাঁওয়ের অধিনায়ক মাহির ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। (মাহির ৬১*, বাঁধন ৩৫, আহাদ ১৫, মনজুরুল ১৪, মহি ৩/২৬, সাব্বির ২/২৯, নাসিম ২/২১, সজিব ১/৩২, মানিক ১/৩৬)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে আশরাফুলের চিটাগং পোর্ট পাইরেটস। ১৩.৩ ওভারে ৩৭ রানেই তারা গুটিয়ে যায়। ফলে ফায়ার অব সোনারগাঁও ১২১ রানে ম্যাচ জিতে যায়।( মহি ১৭, মিঠুন ৬/৪, মিম ২/৫, রিজওয়ানূর ১/৭, বাঁধন ১/১১)।

ম্যাচসেরা হয়েছেন ফায়ার অব সোনারগাঁওয়ের অধিনায়ক মাহির। ৪৩ বলে ৪টি ছয় ও ৪টি চারে অপরাজিত ৬১ রান করেন তিনি।

ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজিব ও আব্দুর রহমান আনন্দ।

পরে ম্যাচসেরা মাহিরের হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল ও সদস্য মাহির জাওয়াদ সেতু এবং আম্পায়ার জাহাঙ্গীর হাসান।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।