দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন

দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, প্লাটিনাম জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৭ ডিসেম্বর বিদ্যালয়টির আয়োজনে জাতীয় পতাকা ও বেলুন উত্তোলন, প্লাটিনাম জয়ন্তীর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।

বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন, শিলা সরোয়ার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা জয় কৃষ্ণ, মাধ্যমিক শিক্ষা একাডেমি কর্মকর্তা সজল ভদ্র, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রিতু, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৪৯ সালে স্থাপিত হয়।