বকশীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিজয় মুক্ত মঞ্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রউফ তালুকদার।

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।