ইসলামপুরে সিডস প্রকল্পের সমাপনী সভা

সমাপনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উপজেলা পর্যায়ে সমাপনী সভা ১৪ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়।

স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সিডস প্রকল্পের সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম।

উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী সভায় সিডস কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা) মো. সাইদুল ইসলাম প্রকল্পের বিগত ৫ বছরের অগ্রগতি নিয়ে ও কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহারসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন, সিডস প্রকল্পের জীবিকায়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. মজিদুল ইসলাম, মো. রবিউল এমরান, উপজেলা সমন্বয়কারী দেওয়ানগঞ্জ, মাঠ সংগঠকবৃন্দসহ এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের সমাপনী বক্তব্যে প্রকল্পের ৫ বছরের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।