মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। সকাল থেকেই ঢাকার আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যায়। আর তাই খেলা শুরু হয় সম্ভব হয়নি। বৃষ্টি বেড়ে যাওয়ায় খেলা পরিত্যক্ত করা হয়। বৃষ্টির কারণে ৭ ডিসেম্বর কোনো বল মাঠে গড়ায়নি।

আম্পায়াররা বেলা ১:৪৫ মিনিটে বৃষ্টির অবস্থা থেকে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ৮ ডিসেম্বর সকাল ৯:৩০ মিনিটের পরিবর্তে ৯:১৫ মিনিটে শুরু হবে। খেলা ৪:৩০ এর পরিবর্তে ৪:৪৫ মিনিটে শেষ হবে। তৃতীয় দিনে ৯৮ ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়াররা।

৭ ডিসেম্বর সকাল থেকে বৃষ্টির জন্য মাঠ থেকে কাভার সরানোর সুযোগ হয়নি। খেলোয়াড়রা সবাই মাঠে আসলেও তাদের সময় কাটাতে হয়েছে ড্রেসিং রুমে।

৬ ডিসেম্বর প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ৫৫ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে নিউজিল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে আছে কিউইরা।