ট্রেনে অগ্নি-সংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

ট্রেনে অগ্নি-সংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নি-সংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ২০ নভেম্বর বিকালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, পৌর আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি সিমলা বাজার এলাকা থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এসে এক মানববন্ধনে মিলিত হয়।

ট্রেনে অগ্নি-সংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্তঃনগর যমুনা ট্রেনে অগ্নি-সংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। জামায়াত-বিএনপি দেশের দুশমন। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার কৌশল গ্রহণ করেছে। ট্রেনে আবারও আগুন দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।