স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নারীদের সম্পৃক্ততায় নারী সমাবেশ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী ফাহমিদা বুলবুল কাকলি।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নারীদের সম্পৃক্ততা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধসহ সামাজিক সচেতনতার লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড ও গ্রামভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে ২৬ অক্টোবর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ারভিটা এলাকায় এ সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী, বঙ্গবন্ধুর পার্লামেন্টে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠন প্রয়াত আব্দুল মালেকের পুত্রবধূ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলি।

নারী সমাবেশে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নারীদের সচেতন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুনরায় নৌকার বিজয় নিশ্চিত ও প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের দলীয় মনোনয়ন প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার নূপুরের সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, মতিউর রহমান, রিপন ফকির প্রমুখ।

মতবিনিময় শেষে অতিথিরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়।