নতুন কারিকুলাম সংস্কারের দাবিতে জামালপুরে অভিভাবক-শিক্ষার্থীদের মানববন্ধন

অভিভাবক-শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

নতুন কারিকুলাম সংস্কার ও পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। ২৬ অক্টোবর সকালে শহরের বকুলতলা মোড়ে জামালপুর অভিভাবকবৃন্দ সম্মিলিত শিক্ষা আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।

অভিভাবক-শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবি: বাংলারচিঠিডটকম

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীর অভিভাবক খায়রুল ইসলাম, রেবেকা চৌধুরী, আতিয়া আফরিন পান্না ও রহিমা বেগম।

বক্তারা বলেন, নতুন কারিকুলামে কোন পরীক্ষার ব্যবস্থা থাকছে না। যার কারণে শিক্ষার্থীদের মেধা যাচাই-বাছাইয়ের কোন সুযোগ থাকবে না। এই পদ্ধতি অবিলম্বে সংস্কারের দাবি জানিয়ে আগের পদ্ধতি চালুর দাবি জানান তারা।