চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিত : শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জামালপুরে মানববন্ধন

চুয়াডাঙ্গায় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জামালপুরে মানববন্ধন করেন শিক্ষকরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের হাতে সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে জামালপুরে বিক্ষুব্ধ শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১১ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) জেলা শাখা জামালপুর শহরের বকুলতলা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।

বাসমাশিস জেলা শাখার সভাপতি জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসমাশিস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম আব্দুল জলিল, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক পরিষদের সাধারাণ সম্পাদক অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেজ বাহাদুর ইসলাম, হিশাম আল মাহান্নাভ, আমিমুল আহসান, জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক রফি উদ্দিন, মাসুদ আলম, নান্দিনা এমএইচকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ, ধিক্কার ও নিন্দা জানিয়ে মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, একজন শিক্ষকের ওপর আক্রমণ করে ওই শিক্ষার্থী শিষ্টাচার পরিপন্থি এবং গর্হিত অপরাধ করেছে। শিক্ষককে লাঞ্ছিত করে অপরাধী ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ অবিলম্বে শিক্ষক সুরক্ষা আইন এবং শিক্ষার্থী আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন।