দেওয়ানগঞ্জে নকলের দায়ে আলিমের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ১ অক্টোবর সকালে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা কেন্দ্র থেকে অসুদপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় ।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, আজ (১ অক্টোবর) আল কোরআন (২০১) পরীক্ষা ছিল। শুরু হবার মাত্র এক ঘণ্টা অতিবাহিত হবার পরেই ৫ জন পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। তাদের প্রত্যেকের হাতে নকলের কপি পাওয়া যাওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, সুষ্ঠু সুন্দর নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। আগামী প্রজন্ম নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিবে আমরা এটাই চাই। সেজন্য নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র আমাদের প্রত্যাশা।