সামরিক-রাজনৈতিক সহযোগিতার বিকাশ ঘটাচ্ছে ইরান ও রাশিয়া : রাইসি

বাংলারচিঠিডটকম ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান ও রাশিয়া দীর্ঘদিন ধরেই সামরিক-রাজনৈতিক সহযোগিতা বজায় রেখেছে। মস্কোর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’র তেহরান সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এমন কথা বলেন। খবর তাসের।

রাইসি বলেন, ‘ইরান এবং রাশিয়া দীর্ঘদিন ধরে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বজায় রেখেছে। আমরা এই কাঠামোর মধ্যে কাজ করছি।’

শোইগু’র সফরের সুনির্দিষ্ট ফলাফল সম্পর্কে ইরানের নেতা বলেন, এ ব্যাপারে ‘রাশিয়া ও ইরানের সামরিক কমান্ডের আনুষ্ঠানিক মন্তব্যের জন্য আমাদের অপেক্ষা করা উচিত।’

রাইসির মতে, শীর্ষ বৈঠকসহ দুই দেশের মধ্যে যোগাযোগ বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করছে।

তিনি বলেন, এক্ষেত্রে ‘আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’