সরিষাবাড়ীতে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নে এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ডোয়াইল বাজারে এক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।

ডোয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের সহসভাপতি মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জামালপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, উপ-সহকারী প্রকৌশলী আতায়ে রাব্বি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

উল্লেখ্য, মাদারগঞ্জ-কয়রা-মনসুরনগর (কাজিপুর)-আব্দুল্লাহ মোড় (সরিষাবাড়ি)-ধনবাড়ী সড়কের সরিষাবাড়ী অংশের ১৬ কিমি সড়কের কাজের ব্যয় ধরা হয়েছে ১২৭.৪৮ কোটি টাকা। সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।