জাতীয় শোক দিবস : চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতা

জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশু-কিশোরা। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বিকালে জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সদস্য সিরাজুল ইসলাম বাবলুসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বিভাগ ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতার আবৃত্তি ও শোকার্ত পঙক্তিমালা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫০ জনের অধিক শিশু কিশোর এতে অংশ নেয়।