জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বর্ধিত সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : আগামী ১৫ আগস্ট ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সন্ধ্যায় জামালপুর আইন কলেজের হল রুমে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনের সঞ্চলনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালপুর সদর আসনের মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. রেজাউল করিম হীরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা, সদস্য আজিজুর রহমান ডল, সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, আব্দুল জলিল, ফেরদৌস তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, তিতপল্ল্যা ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি আজিজুল হক প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ১৫আগস্ট জাতীয় শোক দিবস। শোক দিবস উপলক্ষে সদরের ১৫টি ইউনিয়নে যাতে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন সম্পর্কে সর্বসম্মতি গ্রহীত হয়। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫টি ইউনিয়নে বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়।

বর্ধিত সভায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবন্দ উপস্থিত ছিলেন।