বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে “মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম” বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গণমাধ্যমকর্মী, মৎস্যচাষী ও খাদ্য বিক্রেতাদের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।

মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, মৎস্য খাতের উন্নয়ন, সম্ভাবনা, উৎপাদন বাড়ানো নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় এসময় সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সরওয়ার জামান রতন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু , মাহবুবুর রহমান ময়ুর সহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।