বিএনপি ষড়যন্ত্রের ছোবল দিলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : মির্জা আজম

বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, বিএনপি আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র চক্রান্তের চেষ্টা চালাচ্ছে। সেই বিএনপি যদি ষড়যন্ত্র চক্রান্তের একটা ছোবল মেলান্দহের মাটিতে দেয় তাহলে তাদের (বিএনপি) দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

২২ জুলাই দুপুরে মেলান্দহ পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্বরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আজম এমপি আরও বলেন, আওয়ামী লীগ যত উন্নয়ন-ই করুক, কোনো কিছুই বিএনপির ভালো লাগবে না। সে কারণে আমরা প্রত্যেকেই আওয়ামী লীগের পক্ষে সাধারণ মানুষ যারা আছে তাদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবো, তাদের ভোট নিবো, তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসবো। বিএনপির সকল ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে আরও শক্তিশালী করে ভোটের জন্য প্রস্তুতি নিতে হবে। এছাড়াও বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।

মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজীর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, সম্পাদক মো. জিন্নাহ।

বর্ধিত সভায় পৌর, উপজেলা ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।