জামালপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধু মিলন

এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুরা। ছবি: তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সন্ধ্যায় জামালপুর নারায়নপুর ইএসডিও ট্রেনিং সেন্টারের মিলনায়তনে এসএসসি ১৯৮৬ এর ব্যাচের আয়োজনে পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এ আর এম আলিফের সভাপতিত্বে ও তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১৯৮৬ ব্যাচের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সামিউল হক, মনজুরুল ইসলাম লাঞ্জু, আশরাফ হোসেন, বিএসএম সাইদুর রহমান, হাসান জামান টুটুলসহ অন্যান্যরা।

পরে দেশবাসীর মঙ্গল কামনা ও ১৯৮৬ ব্যাচের নিহতদের উদ্দেশ্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন একরাম উদদৌলা সিদ্দিকী ময়না।

এসময় বক্তারা বলেন, ১৯৮৬ সাল থেকে আজও আমরা এক হয়ে অটুট আছি। এসএসসির পর ৩৭ বছরে এসে আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাব।

পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ব্রহ্মপুত্র ব্যান্ড।