স্বর্ণপদকপ্রাপ্ত রবিউলকে সংবর্ধনা

স্বর্ণপদকপ্রাপ্ত রবিউল ইসলাম রবিনের ক্রেস্ট তুলে দেন আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (বহু মাত্রিক প্রতিবন্ধী) বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম রবিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ডসামার গেমসে অংশ নিয়ে দুটি স্বর্ণপদক পেয়েছে রবিন। ১৯ জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন তাকে সংবর্ধনা দিয়েছে।

দেওয়ানগঞ্জের বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (বহু মাত্রিক প্রতিবন্ধী) বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন এবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ডসামার গেমসে অংশ নেয়। সে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০০ মিটার দৌড় ও লংজাম্পে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। সাবেক ছাত্রলীগ নেতা বিকাশ কবীর ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ হারুন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে রবিউল ইসলাম রবিনকে ক্রেস্ট ও একটি ল্যাপটপ দেওয়া হয়।

একই অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮১ পরিবারদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ১২০ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।