বকশীগঞ্জে রূপালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরি করার জন্য ১৯ জুলাই বিকালে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রূপালী ব্যাংক লিমিটেড বকশীগঞ্জ শাখার উদ্যোগে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের জামালপুর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনোয়ার হোসেন।

রূপালী ব্যাংক লিমিটেড বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক একেএম আহসানুল হামিদের সঞ্চালনায় এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ প্রমুখ।

স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন উপলক্ষে ১০০ জন শিক্ষার্থীর রূপালী ব্যাংকে একাউন্ট খোলা হয় এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।