মাদারগঞ্জে যমুনায় বিলীন শতাধিক বাড়ি-ঘর

চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে যমুনায় নদী ভাঙ্গন। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে গত এক সপ্তাহে যমুনা নদীর ভাঙ্গনে শতাধিক ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও ৫ শতাধিক বাড়ি ভাঙ্গনের হুমকির মুখে। নদী ভাঙ্গন ঠেকাতে তেমন উদ্যোগ নেই বলে অচিরেই এই গ্রামটি নদী গর্ভে বিলীন হতে পারে।

পাকরুল গ্রামের রেজাউল প্রামানিকসহ অনেকে জানান, গত দুই বছর থেকে এই এলাকায় নদী ভাঙ্গন চলছে। ক্রমাগত নদী ভাঙ্গনের কয়েকশ একর ফসলী জমিসহ বাড়ি ঘর, বাগান, গাছপালা, মসজিদ, প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে ভাঙ্গন রোধের কোন কাজ হচ্ছে না।

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার জানান, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাকরুল গ্রামে নদী ভাঙ্গন বেড়েছে। অনেক পরিবার বাড়ি-ঘর ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তাদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও জানান, ৯ জুলাই এই এলাকার সংসদ সদস্য মির্জা আজম তাকে জানিয়েছেন, পাকরুল গ্রামে নদী ভাঙ্গন রোধে ১ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। দ্রুত নদী ভাঙ্গন রোধে ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলা হবে।