একাত্তরের পরাজিত শক্তি বিএনপির নেতৃত্ব দিচ্ছে : মির্জা আজম

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি:বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিএনপি চায় দেশকে পিছিয়ে দিতে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমীন ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের সময় ঠাকুরগাঁও জেলা পিস কমিটির নেতা ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি ভারতে পালিয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৮ জুন দুপুরে স্থানীয় হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় নেতা-কর্মীবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

হাজরাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান সুরুজ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, সালেহ সফিক গেন্দা, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।