ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০ পরিবারের মাঝে প্রায় ৫ কোটি টাকার চেক বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

১৫ জুন উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২টি ইউনিয়ন ও পৌরসভায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ২ হাজার ৪০০ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।