বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সামাজিক সংগঠন বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ এর উদ্যোগে ৫ জুন বিকালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ এর সভাপতি ডা. মোস্তাক মেহেদী, সংগঠনের সদস্য পারভেজ নীল, আল আরিফ, সাকিম বিল্লাহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ৫ শতাধিক ফলজ, বনজ গাছের চারা রোপণ করা হবে।