জামালপুর ডিএসএ ক্রিকেট : কেসিসিকে ১১২ রানে হারিয়ে সেমিতে মেরিলিবোন

ম্যাচসেরার পুরস্কার নেন এমসিসির আরিফুল ইসলাম জনি। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের মধ্যে শেষ ম্যাচে কাছারীপাড়া ক্রিকেট ক্লাবকে (কেসিসি) ১১২ রানে পরাজিত করে সেমি ফাইনাল নিশ্চিত করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ৩০ মে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, মাঠের উইকেটে কিছু সমস্যা ও একটি ক্লাবের ক্রিকেটারদের বিলম্বে মাঠে আসার কারণে ম্যাচ আম্পায়ারদের সিদ্ধান্তে ৩০ মে লিগের চতুর্থ কোয়ার্টার ফাইনালটি ৩৫ ওভারে অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক মোমিনের এমসিসি দল। প্রতিপক্ষ কেসিসির বোলারদের দাপটে ১৪ ওভারের মাথায় টপ অর্ডারের চারটি উইকেটের পতন হয়। পরে দলের বাকি ব্যাটাররা ৩২.৩ ওভার পর্যন্ত খেলে সবগুলো উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫৩ রান। তাদের ব্যাটার জনি সর্বোচ্চ ৪৫ রান করেন। প্রতিপক্ষ কেসিসির বোলার ইকবাল সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক আল আমিনের কেসিসি। নির্ধারিত ৩৫ ওভারের ম্যাচে ১৮.৩ ওভারের মাথায় তাদের সবগুলো উইকেটের পতন ঘটে। তাদের সংগ্রহ হয় মাত্র ৪১ রান। ফলে ১১২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় তারা। তাদের ব্যাটার নিরব ১৯ বলে সর্বোচ্চ ১১ রান করেন। প্রতিপক্ষ এমসিসির বোলার মেহেদী ও জনি সর্বোচ্চ চারটি করে উইকেট শিকার করেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী এমসিসির আরিফুল ইসলাম জনি। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান টিপু ও শরিফ। ম্যাচ শেষে ম্যাচের দুই আম্পায়ার আরিফুল ইসলাম জনির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন। এ সময় ডিএসএ ক্রিকেট উপ-কমিটির সদস্য সাব্বির হোসাইন শ্যামল উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:
এমসিসি : ৩২.৩ ওভারে ১৫৩/১০, ( আবিদ ১৩, রিযাদ ১, মামুন ০, জনি ৪৫, মশিউর ০, মোমিন ২০, শাহেদ ১৪, মেহেদি ২০, রাফি ১১, অনিল ৬; আলামিন ৫.৩-১-১৯-২, সবুর ৬-০-২১-২, রোহিত ৬-০-৩৭-১, রবি ১-০-৪-০, নিরব ৪-০-১৯-১, সাব্বির ৩-০-১৫-০, ইকবাল ৬-০-৩২-৩)।

কেসিসি : ১৮.৩ ওভারে ৪১/১০, (সাব্বির ০ , উজ্জ্বল ৩, রবি ৭, নিরব ১১, জিহাদ ৩, আল আমিন ৩, রিশাত ০, রোহিত ০, বাপ্পী ১, সবুর ০, ইকবাল ০; অনিল ৩-১-৮-১, মেহেদি ৬-৩-১১-৪, জনি ৫.৩-১-১৩-৪, মশিউর ৩-১-৩-১)

ফল : মেরিলিবোন ক্রিকেট ক্লাব (কেসিসি) ১১২ রানে জয়ী

ম্যাচসেরা : বিজয়ী দলের আরিফুল ইসলাম জনি।

জামালপুর ডিএসএ সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন এ প্রতিবেদককে জানান, আজকের ম্যাচের মধ্য দিয়ে লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচগুলো শেষ হলো। দ্রুত সময়ের মধ্যেই লিগের দুটি সেমিফাইনাল ম্যাচের তারিখ নির্ধারণ করা হবে।