জামালপুর ডিএসএ কাপ ক্রিকেট : তৃতীয় কোয়ার্টার ফাইনালে ৪ উইকেটে বিজয় জুন-২৬ ক্লাবের

ম্যাচসেরা সায়েম। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাবকে (এমসিসি) ৪ উইকেটে পরাজিত করে লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে জুন-২৬ ক্লাব দল। ২৭ মে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, ২৭ মে লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক সৌম্যর মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব দল। প্রতিপক্ষের বোলারদের দাপটে নয় উইকেটের বিনিময়ে নির্ধারিত ৪০ ওভার পর্যন্ত টিকে থাকলেও রানের খাতা খুলতে পারেনি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ব্যাটাররা। তারা সংগ্রহ করেছে ১৩৪ রান। তাদের ব্যাটার প্রান্ত সর্বোচ্চ ৩০ রান করেন। প্রতিপক্ষ জুন-২৬ ক্লাবের বোলার আবির সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক জুবায়দুলের জুন-২৬ ক্লাব দল। নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে তারা ৩৬.১ ওভারের মাথায় চার উইকেট হাতে রেখেই ১৩৫ রান করে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাদের ব্যাটার সায়েম সর্বোচ্চ ৬৪ রান করেন। প্রতিপক্ষ এমসিসি (অঙ্কুর) ক্লাবের উৎস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল জুন-২৬ ক্লাবের সায়েম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. মোস্তাফিজুর রহমান টুকু ও মো. কাইউম। ম্যাচ শেষে বিজয়ী জুন-২৬ ক্লাবের সভাপতি সবুজ কবিরের উপস্থিতিতে ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেন এই ক্লাব দলের হাফ সেঞ্চুরিয়ান সায়েম।

সংক্ষিপ্ত স্কোর:
এমসিসি (অঙ্কুর) : ৪০ ওভারে ১৩৪/৯, (আলিম ১, আলদিন ৩, শ্রাবণ ২৩, সৌম্য ০, রেজা ৯, প্রান্ত ৩০, উৎস ২৭, পার্থ (অপরাজিত) ২, জাবির ১, আহাদ ২, নাহিদ (অরাজিত) ০; আবির ৭-১-২৫-৪, আলী ৩-০-১০-১, শাকিল ৮-০-২৮-০, জামান ৮-১-২৯-০, জুবায়দুল ৮-১-১৫-০ ও শোভন ৬-১-২২-১)।

জুন-২৬ : ৩৬.১ ওভারে ১৩৫/৬, (আশিক ১, সায়েম ৬৪, আবির ১, জুবায়দুল ২৪, জামান ০, শাকিল ২২, আলী (অপরাজিত) ৭, শিশির (অপরাজিত) ১; জাবির ৪-০-১৫-০, রেজা ৭-১-২৭-০, সৌম্য ৮-০-১৮-১, আহাদ ৬.১-১-২৭-১), প্রান্ত ৩-০-২৫-০, উৎস ৮-১-২১-৩)

ফল : জুন-২৬ চার উইকেটে জয়ী।

ম্যাচসেরা : বিজয়ী দলের সায়েম।

এদিকে জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের আর মাত্র একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাকি আছে। সেই ম্যাচে অংশ গ্রহণ করবে কাছারীপাড়া ক্রিকেট ক্লাব মেরিলিবোন ক্রিকেট ক্লাব। তবে কবে হবে এই ম্যাচ তা এখনো চূড়ান্ত হয়নি।