ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রী ত্রাণের চাল বিতরণ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। ২৬ মে দুপুরে উপজেলার সদর ইউনিয়নে গংগাপাড়া গ্রামে ৩৭৮ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০ কেজি করে ত্রাণের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামান আবু নাছের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, মুজিবুর রহমান শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, দপ্তর সম্পাদক অংকন কর্মকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।