রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

বাংলারচিঠিডটকম ডেস্ক : ওয়াশিংটন যে ভূখন্ডকে রাশিয়া হিসেবে স্বীকৃতি দেয় সেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনের হামলাকে সমর্থন করে না।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ২০ মে এ কথা বলেন।

জি ৭ শীর্ষ সম্মেলনের আয়োজক শহর হিরোশিমায় এক ব্রিফিংকালে কিয়েভ এফ-১৬ যুদ্ধবিমান রুশ অঞ্চলে হামলায় ব্যবহার করবে না এমন নিশ্চয়তার বিষয়ে মার্কিন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি এ কথা বলেন।

সুলিভান আরো বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সকল মৌলিক সক্ষমতা দিয়েছে তার মূল হিসেবে ওয়াশিংটন রুশ অঞ্চলে হামলা সমর্থন করে না।

উল্লেখ্য, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ধনী দেশগুলোর সংগঠন জি ৭ এর শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিয়ে সহায়তা করার ঘোষণা দেয়।

এমনকি যুক্তরাষ্ট্র এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানায়।