ইসলামপুরে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত

ফিতা কেটে পুষ্টি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মূল্যায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে, পারি এনজিওর সহযোগিতায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।

৯ মে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পুষ্টি মেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের ফিতা কেটে উদ্বোধন করেন।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, কৃষি কর্মকর্তা এএলএম রেজওয়ান, মৎস কর্মকর্তা কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, পারি এনজিওর এরিয়া ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিনসহ জন প্রতিনিধি ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

মেলায় ১০টি স্টল অংশ নেয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।